চীনের একটি ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে গিয়ে গ্যাবন জাতীয় দলের তারকা স্ট্রাইকার অ্যারন বুপেন্ডজা নিহত হয়েছেন।
এক বিবৃতিতে তার নিহতের বিষয়টি জানিয়েছে গ্যাবন ফুটবল ফেডারেশন (ফেগাফুট)।
বিবৃতিতে বলা হয়েছে, বুপেন্ডজাকে একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে স্মরণ করা হয়, যিনি আফকন চলাকালে এর চিহ্ন রেখেছিলেন।
ফেগাফুট ও গ্যাবোনিজ ফুটবল পরিবার তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
গ্যাবনের নির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল ব্রাইস ক্লোটায়ের অলিগুই এনগুয়েমা বুপেন্ডজার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে একজন প্রতিভাবান সেন্টার-ফরোয়ার্ড যিনি ‘গ্যাবোনিজ ফুটবলের জন্য সম্মান বয়ে এনেছিলেন’ বলে বর্ণনা করেছেন।
২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশনসে গ্যাবনের হয়ে অংশ নিয়েছিলেন বুপেন্ডজা। এমনকি গ্যাবনের জার্সি গায়ে মোট ৩৫টি মাঠে নেমে ৮টি গোল করেন তিনি।
গত জানুয়ারিতে রোমানিয়ার র্যাপিড বুখারেস্ট থেকে চীনের ঝেজিয়াং এসফিতে নাম লেখান বুপেন্ডজা।