ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়ার দাবি

0
ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়ার দাবি

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দ্রুত নিরসনের লক্ষ্যে ভবদহ স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়ার দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের নীলরতন ধর সড়কে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব চৈতন্য কুমার পাল। এ সময় উপদেষ্টা ইকবাল কবীর জাহিদসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ বলেন, ‘এ বছর যশোরে গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টিপাত হলেও জলাবদ্ধতা তুলনামূলকভাবে কম। এর প্রধান কারণ, ভবদহের আটটি স্লুইস গেট খুলে দেওয়ায় পানি দ্রুত নিষ্কাশিত হয়েছে। যদি ২১ ভেন্টের এ স্লুইস গেটের সব কপাট খুলে দেওয়া হয়, তাহলে দেড় শতাধিক গ্রামের জলাবদ্ধতা দ্রুত দূর হবে।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র স্লুইস গেট নয়, দ্রুত আমডাঙ্গা খালের সংস্কার, সরকার প্রতিশ্রুত ৮১ কিলোমিটার নদী খনন কার্যক্রম শুরু এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) পদ্ধতিকে সক্রিয় করাও জরুরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here