ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ, কী এমন ঘটল?

0
ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ, কী এমন ঘটল?

বলিউড তারকা শাহরুখ খানের জন্মদিন আজ (২ নভেম্বর)। প্রতিবছরের মতো এ বছরও মান্নাতের বাইরের উপচে পড়া ভিড় জমিয়েছেন তার ভক্তরা। তবে এবার আর মান্নাতে নেই শাহরুখ খান। বাড়িতে কাজ হওয়ার কারণে রয়েছেন আলিবাগের এক বাংলোতে। তবে সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল কিং খানের। 

সোশ্যাল মিডিয়ায় তা নিজেই জানিয়েছিলেন শাহরুখ। তবে দিনের দিন ঘড়ির কাঁটা ঘুরলেও তিনি আসতে পারলেন না। আর তাই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন কিং খান।

শাহরুখ বলেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে, আজ আমি বাইরে বেরোতে পারব না। আমার জন্য অপেক্ষা করা প্রিয়জনদের সঙ্গে আমি দেখা করতে পারব না। আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জনতা নিয়ন্ত্রণের সমস্যার কারণে সবার সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমায় জানানো হয়েছে।

তিনি বলেন, আমাকে বোঝার জন্য ধন্যবাদ এবং বিশ্বাস করুন… আপনারা আমায় যতটা না মিস করবেন, তার থেকে বেশি এই মুহূর্তটাকে আমি মিস করব। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।

রবিবার সন্ধ্যায় এই পোস্ট আসামাত্রই মন ভেঙেছে ভক্তদের। যদিও শাহরুখ ফ্যানদের কাছে অভিনেতার অনুরোধই শেষ কথা। তবে এবার আর বাদশার দেখা মিলল না। মান্নাতের সামনে দাঁড়িয়ে হাত খোলে পোজ় ফ্যানদের সঙ্গে ছবিও তিনি তুলতে পারলেন না। তাই এবার ধীরে ধীরে ফাঁকা হচ্ছে মান্নাতের সামনের রাজপথ। বাদশাহীন মান্নাতের ছবিটা মুহূর্তে যেন ম্লান হয়ে উঠল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here