ভারতের বারাণসীতে শুটিংয়ের সময় এক অনুরাগীকে চড় মেরে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নানা পাটেকরের বিরুদ্ধে নেটিজেনরা সরব হয়েছেন।
যদিও এ ঘটনা ‘নিজের অজান্তেই’ হয়ে বলে দাবি করেছেন অভিনেতা। একটি সোশাল পোস্টের মাধ্যমে ক্ষমাও চেয়েছেন জনপ্রিয় এ বর্ষীয়ান অভিনেতা। নানা পাটেকর বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে মাথায় চড় মেরেছি। যদিও এ সিকোয়েন্সটি আমাদের সিনেমারই একটি দৃশ্য ছিল। আমাদের এ দৃশ্যটি রিহার্সাল করার কথা ছিল। ডিরেক্টর তখন দৃশ্যটি পুনরায় রিহার্স করতে বলেন।
অভিনেতার কথায়, আমি কখনো ছবি তুলতে বারণ করি না। কখনোই এ কাজ আমি করি না। কিন্তু এটা নিজের অজান্তেই ভুল হয়েছে আমার। কোনো ভুল বোঝাবুঝি হলে আমাকে ক্ষমা করবেন। আমি ভবিষ্যতে কোনোদিন এমন কাজ করব না।