‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করেছে কংগ্রেস, যা বললেন মোদি

0

বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ‘শ্বেত পত্র’-এর (হোয়াইট পেপার) পাল্টা হিসাবে ‘ব্ল্যাক পেপার’ (কালো পত্র) প্রকাশ করেছে কংগ্রেস। আজ বৃহস্পতিবার সকালে দিল্লিতে দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলন করে এই ‘ব্ল্যাক পেপার’ প্রকাশ করেন। 

খাড়গে বলেন ‘‘অর্থনৈতিক উন্নতিতে এই সরকার একেবারেই ব্যর্থ। আজ আমরা সরকারের বিরুদ্ধে ‘কালো পত্র’ বের করছি। যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তার মতামত তুলে ধরেন, তিনি তার ব্যর্থতা লুকিয়ে রাখেন। একই সঙ্গে সরকারের ব্যর্থতার কথা বললেও তাতে বেশি গুরুত্ব দেওয়া হয় না। তাই আমরা একটি ‘কালো পত্র’ বের করতে চাই এবং জনগণকে সরকারের ব্যর্থতা সম্পর্কে জানাতে চাই।’’ 

তিনি আরো বলেন ‘কংগ্রেস দেশের স্বাধীনতা নিশ্চিত করেছে আর ২০২৪ সালে দেশকে বিজেপির ‘অন্যায়ের অন্ধকার’ থেকে বের করে আনবে এই কংগ্রেস। 

এদিকে খাড়গের ‘ব্ল্যাক পেপার’ প্রকাশের পরই তাকে ব্যঙ্গ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ‘খাড়গেজি এখানে আছেন। যদি কোন শিশু ভালো কোন কাজ করে, যদি কোন শিশু একটি বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়, সে সুন্দর পোশাক পরে। তখন পরিবারের সদস্যরা তার কপালে একটি ‘কালো টিকা’ লাগিয়ে দেয়, যাতে খারাপ নজর না পড়ে। গত ১০ বছর ধরে ভারত যেভাবে সমৃদ্ধির নতুন শিখরে আরোহণ করছে, সেখানে আমরা অশুভ নজর থেকে নিরাপদ আছি তা নিশ্চিত করার জন্য ‘কালো টিকা’ লাগানোর চেষ্টা করা হয়েছে। এর জন্য আমি খাড়গেজি’কে ধন্যবাদ জানাতে চাই।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here