ব্ল্যাকপিংকের লিসার প্রথম একক অ্যালবাম

0

দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ এবার আরেক শিল্পী লিসার একক অ্যালবাম প্রকাশ পেয়েছে।‘অলটার ইগো’ নামের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে এসেছেন লিসা।

দ্য কোরিয়া টাইমস লিখেছে, কোরিয়ার সনি মিউজিক এন্টারটেইনমেন্ট লিসার অ্যালবাম প্রকাশ করেছে। ১৫ টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। ‘অলটার ইগোতে’ রক্সি, সুন্নি, কিকি, ভিক্সি ও স্পিডি এই পাঁচটি চরিত্রে নিজেকে তুলে ধরেছেন এই গায়িকা।

অ্যালবামের আগে প্রি রিলিজ ট্র্যাক হিসেবে জিসার ‘বর্ন এগেইন’ গানটি বেশ আলোচনা তৈরি করেছে। গানটিতে জিসার সঙ্গে যুক্ত হয়েছেন মার্কিন র‍্যাপার দোজা ক্যাট ও ব্রিটিশ সংগীতশিল্পী রে। অ্যালবামে মেগান থি স্ট্যালিয়ন, ফিউচার এবং টিলার মত বিশ্বসংগীতের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন লিসা, যা তার একক ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে।

এদিকে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ডোজা ক্যাট ও রে-এর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন লিসা। দক্ষিণ কোরিয়ার মেয়েদের মিউজিক ব্যান্ড ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালে। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ছিল ‘স্কয়ার ওয়ান’। শুরু থেকেই দলটির সঙ্গে আছেন লিসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here