কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে নতুন জাতের ব্রি ধান-১০৩ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গতবছর পার্টনার প্রকল্পের অধীনে ২ একর জমিতে প্রথমবার পরীক্ষামূলক চাষের পর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হেক্টর।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও পার্টনার প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রধান অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় কুমিল্লার সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মামুনুর রশিদ।
সূত্র জানায়, চলতি আমন মৌসুমে দেবিদ্বারের বিভিন্ন ব্লকে মোট ৪০ একর জমিতে ব্রি ধান-১০৩ এর প্রদর্শনী স্থাপন করা হয়েছে। ইউসুফপুরের কৃষক জামাল খান পাঠানের জমিতে (প্রায় ১ একর) কর্তিত ধানের ফলনে দেখা যায়, ২০ বর্গমিটারে শুকনা অবস্থায় (১৪% আর্দ্রতা) উৎপাদন ১২.৯১ কেজি- যা হেক্টরপ্রতি ফলন দাঁড়ায় ৬.৪৬ টন। এই জাতটির জীবনকাল ১২৮ দিন।
ভালো ফলন দেখে কৃষকরা আগামী মৌসুমেও ব্রি ধান-১০৩ চাষে উৎসাহ প্রকাশ করেন। মাঠ দিবসে শতাধিক কৃষক, তরুণ কৃষি উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

