ব্রিতে বিজয় দিবসে নানা আয়োজন

0
ব্রিতে বিজয় দিবসে নানা আয়োজন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান। 

এতে সভাপতিত্ব করেন ব্রির কৃষি অর্থনীতি বিভাগের সিএসও ও প্রধান মো. সাইফুল ইসলাম। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

সকালে ব্রি মাঠে বহিরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন মহাপরিচালক। পরে ব্রির অবসরপ্রাপ্ত ও কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

এসব কর্মসূচিতে ব্রির পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক ও বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মুন্নজান খানম, কমিটির সদস্য সচিব ও রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here