বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণা অগ্রগতি পর্যালোচনার ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে আয়োজিত এ সভায় ইনস্টিটিউটের অগ্রাধিকারভিত্তিক চলমান গবেষণা সমূহের অগ্রগতি এবং বাস্তবায়নে করণীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে সভায় আলোচ্যসূচি উপস্থাপন করেন ব্রির উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী (সিএএসআর) ড. মুন্নুজান খানম। সভায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফসহ ব্রির সকল বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা, জাত উদ্ভাবন, খামার যান্ত্রিকীকরণ, মাটির স্বাস্থ্য, গুণাগুণ ও পুষ্টিমান, প্রযুক্তি সম্প্রসারণ, চাষাবাদ ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, হাইব্রিড জাত উন্নয়নের পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়।