ব্রিটেনে তিন সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেফতার

0

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটেন। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ তদন্তে তাদের অভিযুক্ত করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতার তিনজনই বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।”

তবে এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনও মন্তব্য জানা যায়নি। গ্রেফতারকৃত তিনজন অনেক বছর ধরেই ব্রিটেনে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরিতে কাজ করতেন এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন।

আগামী জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে এই তিন অভিযুক্তের বিচার হওয়ার কথা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিবিএস নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here