ব্রিটেনের শীর্ষ ধনী পরিবারের প্রধান এসপি হিন্দুজার প্রয়াণ

0

ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের ও ব্রিটেনের শীর্ষ ধনী পরিবারের প্রধান শ্রীচাঁদ হিন্দুজা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়েরা। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, তিনি পরিচিত ছিলেন এসপি হিন্দুজা নামে। তার পুরো নাম শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা। তিনি হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। অনেক দিন ধরে তিনি ডিমেনশিয়ায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়, বুধবার সকালে শান্তিপূর্ণভাবে তার প্রয়াণ হয়েছে।

১৯১৪ সালে হিন্দুজা গ্রুপ প্রতিষ্ঠা করেন পরমানন্দ দীপচাঁদ হিন্দুজা। শুরুতে তিনি ইরান থেকে গালিচা ও শুকনো ফল এনে ভারতে বিক্রি করতেন। এখন ৩০টির বেশি দেশে হিন্দুজা গ্রুপে কাজ করেন দুই লাখের বেশি কর্মী

১৯৭০ এর দশকে দুই ছেলে শ্রীচাঁদ ও গোপীচাঁদ ব্যবসায়িক ঘাঁটি ব্রিটেনে স্থানান্তর করলে যুক্ত হতে থাকে নতুন নতুন ক্ষেত্র। গাড়ি, ব্যাংকিং, গ্যাস, তেল, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিনিয়োগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here