বুধবার ভ্যাটিকানে পোপের সাথে ব্রিটিশ রাজা ও রানির একান্ত সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা চার্লস এবং ক্যামিলা তাদের আতিথ্য দেয়ার জন্য এবং ব্যক্তিগতভাবে তাদের পোপের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আনন্দিত। পোপও এসময় তাদের ২০তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানান।
ব্রিটিশ রাজ পরিবারের এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্টে বলা হয়েছে, তাদের (রাজা-রানি) ২০তম বিবাহবার্ষিকী উপলক্ষে পোপের সদয় মন্তব্য তাদের গভীরভাবে স্পর্শ করেছে।
ভ্যাটিকান থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস তাদের বিবাহের মাইলফলক উদযাপনের সময় দম্পতির সাথে তার শুভকামনা ভাগ করে নিয়েছেন।
রাজা এবং রানির ইতালিতে রাষ্ট্রীয় সফরে ভ্যাটিকানে একটি সরকারি যাত্রা অন্তর্ভুক্ত করার কথা ছিল। কিন্তু পোপ সাম্প্রতিক সময়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার কারণে তা স্থগিত করা হয়।
তবে ব্রিটিশ রাজা-রানি রোমে ইতালির সংসদ থেকে ফিরে আসার পর পোপের সাথে ২০ মিনিটের একটি বৈঠকটি অনুষ্ঠিত হয়।
রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী রানি ক্যামিলা গত সোমবার (৭ এপ্রিল) চার দিনের রাষ্ট্রীয় সফরে ইতালি পৌঁছান।
সূত্র: স্কাই নিউজ