ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব উড়িয়ে দিলেন ট্রাম্পের দূত

0

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ‘ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী’ বলে মন্তব্য করেছেন। তার এ মন্তব্য আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। 

উইটকফ বলেন, ইউরোপীয় নেতারা ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ‘অতি সরলীকৃত’ ধারণা পোষণ করছেন এবং ‘চার্চিল হওয়ার অভিনয় করছেন’।

সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেন, “আমি তাকে খারাপ ব্যক্তি হিসেবে দেখি না। তিনি অত্যন্ত বুদ্ধিমান।”
তবে উইটকফের কিছু বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। 

এদিকে, সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার আগে কিয়েভে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ‘কিছুটা সফল’ হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তিসংগত আলোচনার মাধ্যমেই এ যুদ্ধের সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়, জেলেনস্কি রাশিয়ার অব্যাহত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, রুশ হামলা এখন ইউক্রেনের ‘প্রতিদিনের বাস্তবতা’ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রুশ হামলা বন্ধ ও যুদ্ধের সমাপ্তির জন্য মস্কোর ওপর আরও চাপ প্রয়োজন। ইউক্রেনের নিরাপত্তা জোরদারে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সিএনএন জানায়, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে জার্মানি তাদের সামরিক বাহিনী শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘোষণা করেছেন, দেশটি জার্মান সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় বিনিয়োগ করবে। সামরিক খাতে বাজেট বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেছে জার্মান সংসদ। যেখানে আগামী ১০ বছরে ৬০০ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, স্কাই নিউজ, দ্য টাইমস, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here