রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর উড়োজাহাজ স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে রাখার গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাজ্য।
খবর অনুসারে, পোল্যান্ড থেকে যুক্তরাজ্য যাওয়ার সময় রুশ অঞ্চল কালিনিনগ্রাদের কাছে পৌঁছালে হঠাৎ সিগন্যাল হারায় ব্রিটিশ বিমান বাহিনীর উড়োজাহাজটি।
ব্রিটিশ প্রশাসনের দাবি, লিথুয়ানিয়ার অভ্যন্তরীণ রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদ দিয়ে যাতায়াতের সময় প্রায়ই এ ধরনের অভিজ্ঞতার শিকার হতে হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলেন। তবে কালিনিনগ্রাদে এটি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও মুখ খোলেনি মস্কো। সূত্র: রয়টার্স