রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস ব্লকের নেতাদের সঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের ব্রিকসের কণ্ঠস্বর শোনা প্রয়োজন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘের যুদ্ধবিরতির রেজল্যুশনে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, এখন সংঘাত বাড়তে পারে।
লাভরভ বলেন, আমরা আবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করছি। আমরা এটিকে (অভিযোগ) বেশ উত্তেজনাকর বলে মনে করি।
তিনি বলেন, ইরানি নেতারা একটি দায়িত্বশীল, ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন এবং প্রতিবেশী দেশগুলোতে এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন।
চলমান রক্তপাত বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চাওয়া হলে লাভরভ বলেন, অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়।