ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব গ্রেফতার

0

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলামকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে জেলা শহরের টি. এ. রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিমরাইলকান্দি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি. এ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের নাশকতার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়াও পূর্বে ১১টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মোঃ আবাদুল মান্নান বলেন, আন্দোলন দমন করার জন্য নির্যাতন ও নিপীড়নের অংশ হিসেবে তাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সে সাথে তার মুক্তির দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here