ব্রাহ্মণবাড়িয়ার বছরের প্রথম দিনেই নতুন বই পেল শিক্ষার্থীরা

0
ব্রাহ্মণবাড়িয়ার বছরের প্রথম দিনেই নতুন বই পেল শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই  তুলে দেয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার বই বিতরনে কোন উৎসবের আয়োজন করা হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে  নতুন বই সংগ্রহ কওে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে তারা।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান বলেন, `আমরা শতভাগ বই পেয়েছি। স্কুলে বিতরণও করা হয়েছে শতভাগ। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।’

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্কুল, মাদরাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্য বইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ১৮ হাজার ৭২০টি। এর মধ্যে এ পর্যন্ত পাওয়া গেছে ২৪ লাখ ৫৩ হাজার ১৩০টি বই। বর্তমানে বই বিতরণের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৬ শতাংশ।

তিনি আরো জানান, আগামী ১৫  জানুয়ারির মধ্যেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here