ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

0
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রতিমন্ত্রী ড. ফরিদুল হুদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে জেলার আশুগঞ্জ উপজেলায় মরহুমের প্রতিষ্ঠিত কামাউরা শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন) আসনে বিএনপি জোটপ্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

শিক্ষক মোহাম্মদ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুমের ছেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন আলম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আরমান উদ্দিন পলাশ।

এছাড়াও আরও সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাবেক জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম খোকন, মরহুমের ছেলে পিজি হাসপাতালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর বদরুল হুদা পল্লব, পরিচালক খালেদ বিন হাবীব রুমেল, পরিচালক আক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ড. ফরিদুল হুদার শিক্ষাক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, একজন আদর্শ শিক্ষানুরাগী হিসেবে তিনি এ অঞ্চলের শিক্ষাবিস্তারে যে ভূমিকা রেখে গেছেন, তা আজও অনুকরণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here