ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেটবিহীন নৌযান চালানোয় জরিমানা

0

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলায় লাইফ জ্যাকেটবিহীন স্পিডবোট চালানোসহ অতিরিক্ত যাত্রীবোঝাই করে নৌযান চলাচলের অভিযোগে জরিমানা করা হয়েছে। আটটি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার মধ্যপাড়ায় একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার লঞ্চঘাট থেকে অতিরিক্ত মালামাল ও যাত্রীবোঝাই করে একটি ট্রলার নরসিংদীর মির্জারচরের উদ্দেশ্যে রওয়ান হয়। বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের তিতাস নদের সীতারামপুর এলাকায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এক ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান বলেন, অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী আটটি মামলায় সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন বিকেলে একটি অবৈধ খননযন্ত্র জব্দ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here