ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

0

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের স্কুল প্রাঙ্গণে শিক্ষা পরিবারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ডা. খালেদা আখতার, বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি শুভাশীষ পাল, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য দিদারুল আলম মারুফ। 

এ সময় পরিচিত সভায় নবনিযুক্ত সভাপতি মো. রাশেদ কবির আখন্দ, প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আবু জামাল, অভিভাবক প্রতিনিধি মমিনুল হক সরকার, শিক্ষক প্রতিনিধি মনিরুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত সভাপতি রাশেদ কবির আখন্দকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবো কিভাবে বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারবো। পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনা ছাড়া একটি জাতি এগোতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here