ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের বাবা নিহত

0
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের বাবা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. ছোয়াব মিয়া (৬০)। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাসির নগরের হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের বাবা।

বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর-সরাইল সড়কের ধরন্তী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত মো. ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিতে নাসিরনগর থেকে সরাইল যাওয়ার পথে ধরন্তী এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here