ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় মারামারিতে নিহত ১

0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ১ জন নিহত হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। 

জানা যায়, নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের উত্তর পাড়া জামে মসজিদের সামনে এক বিবাহের ঘটনার মিমাংসার বিষয়ে একই পাড়ার মন্তাজ মিয়ার ছেলে সিদিল মিয়ার সাথে সহিদ মিয়ার ছেলে শাহ আলমের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা একপর্যায়ে হাতাহাতিতে চলে যায়। পরে স্থানীয় লোকজন সিদিল মিয়াকে (৪৬) নবীনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি কিল ঘুষিতে সিদিল মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় নুরে আলম নামে একজনকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here