বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসমাবেশকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি বলেন, দেশের আসার পর এবং বিএনপির চেয়ারম্যান হওয়ার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিকেল তিনটা থেকে চারটার মধ্যে তিনি বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছি।
তিনি আরও বলেন, সমাবেশে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটবে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ জোটের শরিক দলের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। জোটসহ দলের প্রার্থীদের চেয়ারম্যান তারেক রহমান সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ বি এম মোমিনুল হক, জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি বিকালে জেলার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

