ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক প্রশিক্ষণ

0
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক প্রশিক্ষণ

ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে পারিবারিক পুষ্টিবাগান ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা বীজ প্রত্যয়ণ অফিসের হল রুমে প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ২০২৫-২৬ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ৩০ জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। খাদ্য  পুষ্টি নিরাপত্তা অর্জনে সবজি ও ফল চাষের গুরুত্ব, সবজি পুষ্টি বাগান স্থাপনে কালিকাপুর মডেলের লে-আউট এবং বিস্তারিত কলাকৌশল, বিভিন্ন বেডে মৌসুম ভিত্তিক সবজি উৎপাদন পরিকল্পনা (রবি, খরিফ-১, খরিফ-২), রবি মৌসুমে প্রধান প্রধান সবজি উৎপাদনের কলাকৌশল, খরিফ-১ ও খরিফ-২ মৌসুমী প্রধান প্রধান সবজি উৎপাদনের কলাকৌশল সম্পর্কে কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here