ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

0

ব্রাহ্মণবাড়িয়ায় বিভাটেক (ব্যাটারি চালিত অটোরিকসা) চালক মো. শাহপরান-(১৮) কে নেশাজাতীয় পানি খাইয়ে অজ্ঞান করে তার বিভাটেকটি নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে জনগনের সহযোগীতায় সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও চুরি করে নেয়া বিভাটেকটি উদ্ধার করা হয়। 

রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সদর থানা পুলিশ। 

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখোলা গ্রামের আলী আজমের ছেলে বিভাটেক চালক শাহপরান তার বিভাটেক নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর কবরস্থানের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় ওই তিন অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে সুহিলপুর বাজারে যাওয়ার জন্য শাহপারানের বিভাটেকে উঠে। এক পর্যায়ে আসামীরা সুহিলপুর বাজারের কাছে এসে তাদের কাছে থাকা নেশাজাতীয় পানির বোতল শাহপরানকে খাওয়ার কথা বললে শাহপরান এই পানি খেয়ে কিছুক্ষনের মধ্যে অজ্ঞান হয়ে যায়। পরে তারা শাহপরানকে সড়কের পাশে ফেলে বিভাটেকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় অন্য বিভাটেক চালকরা তা দেখে আশপাশের লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে গ্রেপ্তার ও বিভাটেকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শাহপরানের পিতা আলী আজম সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদেরকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অসুস্থ বিভাটেক চালক শাহপরানকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here