প্রিমিয়ার লিগটা দারুণ শুরু করেছে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম খেলায় ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন। আরো গোল করেছেন রাকিব হোসেন, রবসন রোবিনহো ও মোহাম্মদ ইব্রাহিম।
ম্যাচের অষ্টম মিনিটেই রাকিব স্বাগতিকদের এগিয়ে দেন। প্রথমার্ধে এক গোলের লিডটাই থাকে দরিয়েলতন এবং রবসন রোবিনহো সুযোগ কাজে লাগাতে না পারায়। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে খুব বেশি সময় নেয়নি চারবারের চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে দরিয়েলতন ২-০ করেন। দরিয়েলতন দ্বিতীয় গোলটি পেয়ে যান এর পরপরই।
৮৯ মিনিটে রবসন রোবিনহো আবার ব্যবধান বাড়িয়ে নেন (৪-১)। অতিরিক্ত সময়ে ব্রাদার্সের হয়ে ওতাবেক করেন আরেকটি গোল।