নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় এক সপ্তাহ আগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৫-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা সেই একই পারফরম্যান্সের প্রদর্শনী করল মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তবে এক গোল পরিশোধ করে কিছুটা হলেও মান বাঁচাল ব্রাদার্স ইউনিয়ন।
আজ শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ম্যাচে মুন্সীগঞ্জে ব্রাদার্সকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। জোড়া গোল করেন দোরিয়েলতন গোমেজ। একবার করে প্রতিপক্ষের জাল কাঁপান ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা। ব্রাদার্সের হয়ে এক গোল পরিশোধ করেন মোজাম্মেল।
ম্যাচের অষ্টম মিনিটে রাকিবকে ফাউল করে হলুদ কার্ড দেখেন এরিক। এ নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে গিয়ে কার্ড দেখেন জামালও। টানা দুই ম্যাচে কার্ড দেখলেন ব্রাদার্স অধিনায়ক। ১২ মিনিটে সানডের ক্রসে গোলমুখের সামনে জালে শট নেন দোরিয়েলতন গোমেজ। কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ব্রাদার্স গোলকিপার ইসহাক। দুই মিনিট পর ফাউল করায় কিংসের রাকিবকে হলুদ কার্ড দেখান রেফারি।
২২ মিনিটে সিফাতকে তুলে বদলি হিসেবে রাব্বিকে মাঠে নামান ব্রাদার্স কোচ। ৩৩ মিনিটে দোরিয়েলতনের দুর্বল শট সহজেই তালুবন্দি করেন ব্রাদার্স গোলকিপার। ৪১ মিনিটে ডান কর্নারের কাছ থেকে রাকিবের ক্রসে মাথা ছুঁয়ে ব্রাদার্সের জাল কাঁপান দোরিয়েলতন। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথমে গোলে শট নেন দোরিয়েলতন, ব্রাদার্স গোলকিপার ফিরিয়ে দিলে বক্সেই ফিরতে শটে লক্ষ্যভেদ করেন ফাহিম। ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। কয়েক মিনিট পর বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকোর দারুণ ক্ষিপ্রতায় বা দিকে লাফিয়ে ফেরান জামালের ফ্রি কিক শট।
ম্যাচের ৫০ মিনিটে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে টাচ লাইনের কাছাকাছি চলে যান রাকিব। সেখান থেকে বল মাইনাস করে পৌঁছে দেন সানডের পায়ে, বাঁ পায়ের দারুন প্লেসিং শটে লিড ৩-০ করেন তিনি। তিন মিনিট পরেই ব্যবধান ৪-০ করেন সোহেল। বক্সের ডান কোনা থেকে রাকিবের ব্যকপাস খুঁজে পান সোহেল রানা। তার ডিফ্লেকটেড শট সহজেই জালের দেখা পায়। ৭৭ মিনিটে শাহরিয়ার ইমনের লং বল পেয়ে যান দোরিয়েলতন। ব্রাদার্সের দুই ডিফেন্ডারকে পাস কাটিয়ে ঠান্ডা মাথায় ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের ৫ নম্বর গোলটি করেন এই ব্রাজিলিয়ান। ৯০ মিনিটে ব্রাদার্সকে সান্ত্বনার গোল এনে দেন মোজাম্মেল। জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেড ব্যবধান কমান তিনি।
এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা কিংস। ৫ খেলায় চার জয়ের সঙ্গে একটিতে ড্র করে বর্তমান ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। তালিকার দুই ও তিনে থাকা ফর্টিস এফসি ও ব্রাদার্সের পয়েন্ট সমান তিন করে। ফর্টিস অবশ্য ম্যাচ খেলেছে ৪টি।

