ব্রাজিলে টর্নেডোর আঘাতে অন্তত ৫ জনের মৃত্যু, আহত ১৩০

0
ব্রাজিলে টর্নেডোর আঘাতে অন্তত ৫ জনের মৃত্যু, আহত ১৩০

দক্ষিণ ব্রাজিলের একটি শহরে টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ১৩০ জন।  

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, শুক্রবার আঘাত হানা পারানা অঙ্গরাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে টর্নেডোর অঘাতে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, গাড়ি উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। 

পারানার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, টর্নেডোর কারণে পাঁচজন মারা গেছেন। আহত ৩০ জনের অবস্থা গুরুতর।  

১৪ হাজার জনসংখ্যার এই শহরে ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার (১১০ থেকে ১৫৫ মাইল)। যা শক্তিশালী ইএফ-২ বা ইএফ-৩ ক্যাটাগরির টর্নেডো। এর ফলে বহু গাছ উপড়ে পড়ে অনেক বাড়ির দেওয়াল পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

পারানার গভর্নর রাতিনহো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে জরুরি উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে, আবহাওয়াবিদরা দেশটির দক্ষিণের সান্তা কাতারিনা ও রিও গ্রান্দে দো সুল অঙ্গরাজ্যের জন্যও মারাত্মক ঝড়ের সতর্কতা জারি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here