ব্রাজিলের সাও বার্নান্দোর কাছে ৪ গোলে হারল বাংলাদেশ

0
ব্রাজিলের সাও বার্নান্দোর কাছে ৪ গোলে হারল বাংলাদেশ

ঢাকায় আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ব্রাজিলের সাও বার্নান্দোর কাছে ৪-০ গোলে হেরেছে লাল-সবুজ রাইজিং স্টার। লাতিন বাংলার আয়োজনে অনুষ্ঠিত এই সিরিজের প্রথম ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল হজম করে বাংলাদেশ।

আয়োজকরা আগেই জানিয়েছিলেন, ব্রাজিলের বয়সভিত্তিক ফুটবলাররা অংশ নেবে। তবে আজকের ম্যাচে দেখা গেছে বিশের কোঠায় বয়সী খেলোয়াড়দের, যাদের গতি ও দক্ষতার সামনে বাংলাদেশের তরুণরা টিকতে পারেননি।

সম্প্রতি চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই খেলা দলকে ঘিরেই রাইজিং স্টার গড়া হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে কয়েকজন প্রবাসী ফুটবলার। আলোচিত কিশোর বিতশোক চাকমা শুরু থেকেই খেলেছেন। তবে সংগঠনের অনভিজ্ঞতা ও বাফুফের সীমিত সম্পৃক্ততার কারণে ম্যাচ ব্যবস্থাপনায় নানা বিশৃঙ্খলা দেখা গেছে।

দর্শকের উপস্থিতিও ছিল হতাশাজনক। টিকিটের দাম ১ হাজার টাকা হওয়ায় পশ্চিম গ্যালারি প্রায় ফাঁকা। পূর্ব গ্যালারির কয়েক হাজার সমর্থক বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশ প্রাণবন্ত করলেও অ্যামেচার পর্যায়ের ম্যাচে প্রত্যাশিত ভিড় হয়নি।

ব্রাজিল দল গোল করার পরপরই গ্যালারির দিকে দৌড়ে গিয়ে উচ্ছ্বাস দেখিয়েছে। তাদেরও বাংলাদেশে খেলা উপভোগ করতে দেখা গেছে।

আগামী ৮ ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের একটি ক্লাবের বিপক্ষে খেলবে রাইজিং স্টার। ১১ ডিসেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাব। সেই ম্যাচে স্টেডিয়ামে থাকবেন কিংবদন্তি কাফু ও ক্যানিজিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here