ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, সূচি ঘোষণা

0

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দু’টি ম্যাচ খেলবে। আগেই তাদের একটি প্রতিপক্ষ নির্ধারিত হয়েছিল, সর্বশেষ দল নিশ্চিত হয়েছে গতকাল (মঙ্গলবার) রাতে। দরিভাল জুনিয়রের দল জুনের দ্বিতীয় সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে।

ব্রাজিলের সর্বশেষ প্রতিপক্ষ হিসেবে নিজেদের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন। তাদের সঙ্গে সেলেসাওদের প্রীতি ম্যাচ আগামী ১২ জুন, ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। এর আগে বিশ্বচ্যাম্পিয়নরা ৮ জুন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোর মোকাবিলা করবে। ওই ম্যাচের ভেন্যু ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here