দীর্ঘ ছয় বছর পর ফের ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। তার বদৌলতে ব্রাজিলকে হটিয়ে সেরার সিংহাসনে দখল করে বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। গত মাসের শেষ সপ্তাহে তারা ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে; প্রথমটিতে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজেরা হেরে যায় একই স্কোরলাইনে।