টানা ব্যর্থতায় চুক্তি শেষ হওয়ার আগেই পদ হারালেন ব্রাজিল ফুটবল দলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। এর একদিন আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল করা হয়েছিল এনদালদো রদ্রিগেজকে।
সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিলের স্থায়ী কোচ নির্বাচনের প্রক্রিয়াটি এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাই।’