আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবার ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন। প্রথমবার ব্যালন ডি’অরের লাল গালিচায় পা দিয়েই বাজিমাত করলেন এই আর্জেন্টাইন। ফ্রান্স ফুটবলের দেওয়া সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাচ্ছেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া এমিলিয়ানো মার্টিনেজ।
সেরা গোলরক্ষকের পুরস্কার হিসেবে সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে করা ‘ইয়াসিন ট্রফি’ পাচ্ছেন ৩১ বছর বয়েসী এই এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে তার দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনা পায় আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এছাড়া নিজ ক্লাব অ্যাস্টন ভিলাতেও তিনি ছিলেন দারুণ ফর্মে। পেয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সম্মান।