ব্যাপক ধরপাকড়ের মধ্যে সরকারের সাথে আলোচনায় বসতে কমিটি করল পিটিআিই

0

পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের উদ্যোগের অংশ হিসেবে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ( পিটিআই)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত সদস্যের দল সরকারের সাথে জাতীয় নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

এদিকে লন্ডন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক টুইট বার্তায় বলেছেন, ইমরান খানের সঙ্গে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয়। তারা শহীদদের স্মৃতি পুড়িয়েছে এবং দেশে আগুন দিয়েছে।’ নওয়াজ শরিফ বলেন, আলোচনা কেবল রাজনীতিকদের সঙ্গে হয়।

গত  ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সেনাবাহিনী-ইমরান বিবাদ চরম আকার ধারণ করেছে। পুলিশ ইমরান খানের দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করছে। দলের কয়েক ডজন সিনিয়র নেতা রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

এমন পরিস্থিতিতে ইমরান খান শুক্রবার এক ভাষণে বলেন, ‘আমি আলোচনায় বসতে অনুরোধ করছি, কেননা যা হচ্ছে তা কোনো সমাধান নয়।’ 

পাকিস্তান অরাজক পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে সতর্ক করে বক্তৃতায় তিনি আলোচনার জন্য কমিটি গঠন করার কথা বলেন। এরপর সাত সদস্য বিশিষ্ট কমিটি করল পিটিআই। সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here