ব্যাপক আক্রমণ চালাতে পারে রাশিয়া, হুঁশিয়ারি জেলেনস্কির

0

শীত আসন্ন হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের স্থাপনায় ব্যাপক আক্রমণ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, যুদ্ধের পূর্ব ফ্রন্টে সেনারা প্রবল আক্রমণ প্রত্যক্ষ করছে।

গার্ডিয়ানের খবর অনুসারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার এই মন্তব্য করেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বিধ্বস্ত পূর্ব শহর আভদিভকাতে বিগত কিছু সময় হামলা কম ছিল। কিন্তু হামলা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝির দিকে আছি। শত্রুরা আমাদের অবকাঠামোতে ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। রাশিয়া ইউক্রেনের জন্য প্রস্তুত হচ্ছে। ইউক্রেনে সব মনোযোগ  প্রতিরক্ষায় থাকা উচিত। 

যুদ্ধের ১০ মাসে গত শীতে রাশিয়া ইউক্রেনের পাওয়ার স্টেশন এবং জ্বালানি সংশ্লিষ্ট নেটওয়ার্কে ব্যাপক হামলা চালায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here