ব্যাটিং বিপর্যয়; টাইগার শিবিরে ডাকের হিড়িক!

0

শ্রীলঙ্কার পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করেছেন ব্যাটাররা! তৃতীয় দিনের শেষ বিকেলে এসে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। যেখানে ৩ জন ডাক খেয়েছেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাংলাদেশের জয়ের জন্য আরও প্রয়োজন ৪৭০ রান।

তিনে নেমে আরও একবার ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম-সাকিব আল হাসানদের অনুপস্থিতিতে বড় দায়িত্ব ছিল শান্তর কাঁধে। তবে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। ৫ বল খেলে ৬ রান করেছেন তিনি। পাঁচে নেমে ডাক খেয়েছেন শাহদাত হোসেন দিপু। তরুণ এই ব্যাটারের সামনে সুযোগ ছিল দলের বিপদে নিজেকে প্রমাণ করার। কিন্তু পারলেন না। উল্টো দলের বিপদ বাড়িয়েছেন।

দ্রুত টপ অর্ডারের ৪ ব্যাটার ফেরার পর অভিজ্ঞ লিটন দাসের ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এই উইকেটকিপার ব্যাটার উইকেটে এসে রীতিমতো আত্মহত্যা করলেন! নিজের খেলা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে টপ এডজে বল সোজা উপরে উঠে যায়। অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক খেয়েছেন লিটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here