ব্যাটিং ধসে ৮৯ রানে থামল বাংলাদেশ

0

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও জ্বলে উঠতে পারল না বাংলাদেশ নারী দল। আগের দুই ম্যাচে একবারও ১০০ রানের স্কোর করতে পারেনি টাইগ্রেসরা। আজও মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানে থামল বাংলাদেশের ইনিংস।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক হিলি। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ওভারেই দলীয় এক রানে আউট হন সুমাইয়া আক্তার (০)। আরেক ওপেনার ফারজানা হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বল খেলে ৫ রানে ফেরেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন কিম গেইথ এবং আশলে কার্ডলে। এ ছাড়া এলিসা পেরি নেন ২ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here