‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে, জানালেন অমি

0

দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি দর্শকদের নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।’

তার কথায়, ‘এই সময়ের সবচেয়ে প্রতীক্ষিত বিনোদন ব্যাচেলর পয়েন্ট (সিজন ৫)। পাশাপাশি বেশ আকর্ষণীয় পোস্টারও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ লেখা আছে। 

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কখন প্রকাশ হবে তা জানতে চেয়েছেন। তবে এ বিষয়ে পরিচালক কিছু বলেননি। 

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here