ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

0
ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫। নতুন এক চরিত্র যোগ হচ্ছে এই সিরিয়ালে। তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া।

নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে! কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে অমি লিখেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’

সেই রহস্য জানা গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতার পোস্ট থেকে। পোস্টার প্রকাশ করে জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া।

এই অভিনেত্রী বলেন, গত কয়েক বছর ধরে সিরিয়াস কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরো বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।

‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। তাছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।

কাজল আরেফিন অমি বলেন, ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র তুলনামূলক কম। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরো নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ এবং এটাও দর্শক বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারো পেয়ার হয় কি না বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।

সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here