ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ : বাণিজ্য উপদেষ্টা

0
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৩৬ শতাংশ। খেলাপি ঋণের এ হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিনগুণ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা আনতে কাজ করছে। ফলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ উন্নতি হয়েছে। চার দিনব্যাপী সিরামিক এক্সপো তারই দৃষ্টান্ত। সিরামিক শিল্পকে এগিয়ে যেতে যা করার জন্য, এ সরকার তাই করবে।

এ মেলার মধ্য দিয়ে সিরামিক শিল্পের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা আছে, সেগুলো তুলে ধরার মাধ্যমে সমস্যা সমাধান হবে। দেশে চাহিদা পূরণ করে রপ্তানির বাজার সম্প্রসারিত হবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তা নেতারা।

সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) প্রেসিডেন্ট মইনুল বলেন, তৈরি পোশাকের পর দ্বিতীয় বিকল্প রপ্তানি পণ্যের অনুসন্ধান করা হচ্ছে। তৈরি পোশাকের মতো সিরামিক শিল্পেও নীতি সহায়তা দিলে এ শিল্প বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান বড় নির্ভরতা হতে পারে। এক সময়ের ৮০ ভাগ রপ্তানি নির্ভর সিরামিক শিল্প এখন ৮০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে। বাকি ২০ শতাংশ আমদানি করা হচ্ছে। পাশাপাশি সিরামিক পণ্য রপ্তানি করে বছরে ৫০০ কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

সিরামিককে বিলাসী পণ্য হিসেবে সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) ধার্য আছে। অতিরিক্ত এ কর প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর জন্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাজারেও দাম বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here