থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যাকপ্যাকার জেলার কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বিদেশি পর্যটক আগুনে পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন সাতজন। ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, রবিবার রাতে ছয় তলা এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগে। হোটেলটি ব্যাংককের খাও সান এলাকার কাছে যা ব্যাকপ্যাকারদের কাছে জনপ্রিয় এবং বার এবং হোস্টেলের জন্য পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন হোটেলে প্রায় ৭৫ জন অতিথি ছিলেন। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত অতিথিরা যে যার মতো হোটেল থেকে পালাতে উদ্যত হন। হোটেলের ছাদ বেয়েও নেমে আসেন অনেকে। খবর পেয়ে সেখানে পৌঁছায় ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধার অভিযান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় হোটেলের আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে একজন নারী এবং বাকি দুজন পুরুষ। নিহতরা হলেন-ব্রাজিলিয়ান পিমেন্তাল ক্যানালস (২৪), ইউক্রেনের যুবক তুভর ভিক্টর (২৭) এবং মার্কিন ফ্রিম্যান টিমোথি (৩৫)। এ ছাড়া সাতজন আহতের মধ্যে থাইল্যান্ড, চীন, জার্মান, জাপানের বাসিন্দারা রয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের। নতুন বছরের আগে ব্যাংককের হোটেলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা