ব্যর্থ শামীম ঝড়, ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারাল সিলেট টাইটান্স

0
ব্যর্থ শামীম ঝড়, ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারাল সিলেট টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। দলের শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে গেলেও শামীম হোসেন পাটোয়ারী জয় পেতে ব্যর্থ হন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে ঢাকা। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন শামীম, ৪৩ বলে ৯ চারে এবং ৩ ছক্কায় অপরাজিত ৮১ রান করেছেন।

সিলেটের জয়ের মূল নায়ক ছিলেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ব্যাটে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেছেন এবং বল হাতে ৪০ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন।

ঢাকার ব্যাটসম্যানরা ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ একপ্রকার সিলেটের নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যন্ত শামীমের অবিস্মরণীয় ব্যাটিং দলের হার এড়াতে চেষ্টা করলেও শেষ বলের ইয়র্কারে মোহাম্মদ আমির তাকে আউট করেন। দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির রহমান ২৩ এবং উসমান খান ২১ রান করেন।

এর আগে প্রথমে ব্যাট করে সিলেট ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ রান করেন, এবং ওমরজাই ২৪ বলে ৫০ রান অপরাজিত থাকেন। এছাড়া সাইম আইয়ুব ২৯ রানের ইনিংস খেলেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সালমান মীর্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here