এবার ব্যবহারকারীদের সুখবর দিল মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ব্যবহৃত আইফোন, ম্যাকবুক ফেরত দিলেই পাওয়া যাবে চড়া মূল্য।
কোম্পানিটি জানিয়েছে, কন্ডিশন অনুযায়ী আইফোন ১৩ প্রো ম্যাক্সের ক্রেডিট ৬০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। আর ম্যাকবুক প্রো’র জন্য ক্রেডিট নির্ধারণ করা হয়েছে ৭৩০ ডলার। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি আলট্রা ৫জি ডিভাইসটি জমা দিলেও সর্বোচ্চ ৩০৫ ডলারের ক্রেডিট দেওয়া হবে।
দুই উপায়ে অ্যাপলের কাছে ইলেক্ট্রনিক ডিভাইসটি জমা দেওয়া যাবে। অ্যাপল স্টোরে সরাসরিও ডিভাইসটি জমা দেওয়া যাবে। অথবা মেইলের মাধ্যমে যোগাযোগ করেও জমা দেওয়া যাবে। এক্ষেত্রে কোম্পানিটির পক্ষ থেকে ব্যবহারকারীকে একটি প্রি-পেইড ট্রেড কিট মেইল করা হবে।
অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, ডিভাইসটি ক্রেডিট প্রাপ্ত হিসেবে যোগ্য বিবেচিত হলে তা নতুন কেনাকাটায় ব্যবহার করা যাবে। না হয় একটি গিফট কার্ড দেওয়া হবে যা পরবর্তীতে ব্যবহার করা যাবে।