ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই তার।
গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাই দুই জায়গাতেই বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তার অ্যাকশন সংশোধনের জন্য, বাংলাদেশ অলরাউন্ডার গত কয়েক সপ্তাহ ধরে সারের প্রধান কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। ব্যাপক প্রশিক্ষণের পর, তিনি ইংল্যান্ডে আবার বোলিং মূল্যায়ন করেন।
তৃতীয়বারের মতো চেষ্টা করে সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক উভয় ম্যাচেই বোলিং করার অনুমতি পেয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রথম তদন্তের মুখোমুখি হয়। একটি স্বাধীন মূল্যায়নের পর তার অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে স্থগিতাদেশ দেয়।
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের পর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনুপস্থিত। সেই সফরের পর, ব্যাপক ছাত্র বিক্ষোভের কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
তার শেষ আন্তর্জাতিক খেলা ছিল ভারতের বিপক্ষে দুটি টেস্টে, যদিও তার সর্বশেষ ওয়ানডে খেলা হয়েছিল ২০২৩ বিশ্বকাপে।