ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে আঙুলের সেই ইনজুরি আগের থেকে বেশ ভালো অবস্থাতেই রয়েছে। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। যদিও আগেই ফিটনেস টেস্ট নিয়ে কাজ করছিলেন তারকা এই অলরাউন্ডার। তবে আজ বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে বল হাতে বোলিং অনুশীলন করেছেন সাকিব। ইনজুরি থেকে ফিরে এবারই প্রথমবারের মতো বল হাতে নিলেন এই অলরাউন্ডার।
ইনজুরি থেকে ফিরে প্রথমবারের মতো বোলিং অনুশীলনের দিনে সাকিবের সঙ্গী ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। লঙ্কান এই স্পিনার সাকিবকে দেখিয়ে দিচ্ছিলেন বোলিংয়ে আবার ফিরে আসার কৌশল। যদিও ব্যাট হাতে এখনো অনুশীলনে ফেরেন তারকা এই ক্রিকেটার।