বোলিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব

0

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে সহজে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। এ ম্যাচে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ঘরের মাঠে আফগান সিরিজে চার উইকেট পেয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরে এসেছেন সাকিব। আইসিসি র‍্যাঙ্কিংয়ের সবশেষ প্রকাশিত তালিকায় ওয়ানডেতে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব। 

সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল হাসান। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ। এই পেসার আছেন ৪৫তম অবস্থানে। এক ম্যাচে চার উইকেট নেয়া শরীফুলের অবস্থান এখনো শীর্ষ ১০০ এর বাইরে। যদিও ক্যারিয়ারসেরা ১০৪তম অবস্থানে আছেন তিনি। 

এক ম্যাচ খেলেই র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯ ওভারে ৩৩ রান দিয়ে উইকেট নেন ২টি। উন্নতি ঘটেছে লিটন দাসের র‍্যাঙ্কিয়েও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here