বোলিংয়ে এত গতির রহস্য জানালেন নাহিদ রানা

0

জাতীয় দলের মতো বিপিএলেও চোখ ধাঁধানো বোলিং অব্যাহত রেখেছেন নাহিদ রানা। এবার তার আগুন ঝরা বোলিংয়ের শিকার সিলেট স্ট্রাইকার্স। একাই চার উইকেট শিকার করে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

সিলেটের বিপক্ষে নাহিদ আজ বল করেছেন ৪ ওভার। ২৭ রান দিয়ে জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলী ও সামিউল্লাহ শিনওয়ারির উইকেট তুলে নিয়েছেন। এই ৪ জনের যেকোনো একজন ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে পারেন। বড় বড় শিকারে নাহিদই তাই বিছিয়ে দেন অপরাজিত রংপুরের টানা দ্বিতীয় জয়ের পথ।

ম্যাচ শেষে গতির রহস্য জানাতে গিয়ে নাহিদ বলেন, আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস, মেইনটেইন, সব কিছু মিলিয়েই।

ম্যাচ সেরা হওয়ায় এই অর্জন একটু বিশেষ জায়গা করে আছে নাহিদের কাছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। যেহেতু এর আগে আমি কখনো বিপিএলের কোনো ম্যাচে বা জাতীয় দলের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয়ে ভালো লাগছে।

এ সময় নিজের কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই পেসার আরও বলেন, হ্যাঁ অবশ্যই। যখন যে ফ্র্যাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করি।

তিনি বলেন, ‘রংপুর রাইডার্স যখন আমাকে দলে নিয়েছে, তাদের চাওয়া আছে, তা পূরণ করতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here