এশিয়া কাপ থেকে সেরা ছন্দে নেই পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান করেও হেরেছে পাকিস্তান। ম্যাচে নিউজিল্যান্ড পাঁচ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয় পায়। দলের বোলারদের এমন বাজে পারফরম্যান্সে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তার মতে এভাবে বোলিং করলে পাকিস্তানকে ম্যাচ জিততে ৪০০ রান করতে হবে।
কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারের দায় বোলারদের ওপর দিলেন রমিজ রাজা। পাকিস্তানি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তান এখন হারার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারল। আর এবার ৩৪৫ রান করেও হারল। তাদের (নিউজিল্যান্ড) রান তাড়া করে জেতাটা দারুণ ছিল।’
পাকিস্তান আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবর আজমদের বিশ্বকাপ অভিযান। আর ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।