বোর্ড অব পিস: যোগ দেবে পাকিস্তান, সিদ্ধান্ত নেয়নি ভারত

0
বোর্ড অব পিস: যোগ দেবে পাকিস্তান, সিদ্ধান্ত নেয়নি ভারত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’ গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা এ পর্ষদে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান ও ভারত।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান যুক্ত থাকবে। 

মন্ত্রণালয়টির মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবে, যাতে গাজার পরিস্থিতির স্থায়ী সমাধান আসে। একই সঙ্গে তা যেন জাতিসংঘের রেজল্যুশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সে চেষ্টাও করা হবে।’

এদিকে, ভারতের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ ও তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছেন তিনি। তবে ভারত এ উদ্যোগে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

গত শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, গাজা-ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে শান্তি পরিকল্পনার ২০টি দফা পূরণে ‘অত্যাবশ্যকীয় ভূমিকা পালন’ করার জন্য শান্তি পর্ষদ গঠন করা হয়েছে। 

আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ এ পর্যন্ত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এছাড়া পর্ষদের সদস্য হিসেবে অন্যদের আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here