বোরো ধান রক্ষা করতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

0

বগুড়া সারিয়াকান্দিতে বোরো ধান রক্ষা করতে গিয়ে যমুনা নদীর পানিতে ডুবে জনাব আলী (৬৫) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। জানাব আলী কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রামের মৃত সমসের মন্ডলের ছেলে।

জনাব আলীর ভাতিজা মোমিন মিয়া জানান, সোমবার সকাল ৭টার দিকে তারা তাদের বাড়ির সামনের যমুনা নদীতে বোরো ধান কর্তন করতে যায়। জনাব আলী বোরোধান নৌকায় তুলে নৌকা বোঝাই করেন। একসময় বাতাসে দড়ি ছিঁড়ে নৌকা মাঝ নদীর দিকে যায়। নৌকা ধরতে জনাব আলী পানিতে নামেন। কোমর পানিতে গিয়ে তিনি নৌকাটি উদ্ধার করেন। কিন্তু ফেরার সময় বেশি পানিতে তিনি তলিয়ে যান। জনাব আলী সাঁতার না জানায় তিনি বেশি পানি থেকে আর উপরে উঠতে পারেননি। পরে স্থানীয় জেলেদের সাথে নিয়ে তিনি বেড়াজাল দিয়ে অনেকবার খেও দিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে মোমিন মিয়া ৯৯৯ এ ফোন দেন। ফোন পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে সকাল সাড়ে ৯ টার দিকে উপস্থিত হন। এরপর তাদের চেষ্টায় সকাল ১১ টার দিকে জনাব আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here